
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বর্ণ শিল্পালয়, বিশনদীয়া স্বর্ণ শিল্পালয়সহ ৩টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়।
এই পুলিশ কর্মকর্তা জানান, রাতে ওই দোকান তিনটির কারিগররা কাজ করছিলেন। এসময় বাজারের নৈশ প্রহরীদের বেধে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত অস্ত্র নিয়ে হানা দেয়। স্বর্ণের দোকানের কারিগরদের মারধর করে স্বর্ণালংকার লুট করে।
তাদের চিৎকার শুনে পাশের গোপালদী বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয় গোপালদী ফাঁড়ির (এএসআই) সোহরাব হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আনিচুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।